আগামী জানুয়ারি থেকে খালের অবৈধ দখলমুক্ত ও আবর্জনা অপসারণে অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, সরকারি সংস্থাও যদি খাল ও লেকের জায়গা দখল করে থাকে তাদেরও অপসারণ করা হবে।
দুপুরে রাজধানীর কলাবাগান মাঠ উন্নয়ন পরবর্তী মাঠ উদ্বোধন ও শেখ রাসেল স্মৃতি পার্কের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
মেয়র বলেন, পার্কগুলো সংস্কারের পর রক্ষণাবেক্ষণের জন্য বার্ষিক ব্যবস্থাপনা চুক্তির আলোকে লোক নিয়োগ দেয়া হচ্ছে। এছাড়াও তিনি বলেন, ধানমন্ডি লেকের পুরাতন নকশা অনুযায়ী ফেরত আনা হবে। সম্প্রতি লেকের জমি দখলের অভিযোগে ধানমন্ডিতে এক সংসদ সদস্যের বাড়ির অংশ উচ্ছেদ করা হয়েছে উল্লেখ করে, মেয়র বলেন দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশ প্রদান করা হবে না।
Leave a reply