পরিবহণ ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন

|

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

মানিকগঞ্জে পরিবহণ সেক্টরের নেতৃত্বের দ্বন্দ্বকে কেন্দ্র করে আগামী ২৮ মার্চে ডাকা ৪৮ ঘন্টা ধর্মঘটের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস-অটোটেম্পু ওনার্স গ্রুপের নেতৃবৃন্দসহ বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠন অংশ নেন।

বক্তরা,আগামী ২৮ মার্চ ধর্মঘট ডাকার প্রতিবাদ জানিয়ে ওই দিন তা প্রতিহত করার ঘোষনা দেন। সেই সাথে জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকারকে চাঁদাবাজ উল্লেখ করে তাকে গ্রেফতারের দাবি জানানো হয়। সম্প্রতি ৫ দফা দাবিতে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আগামী ২৮ মার্চ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়।

প্রসঙ্গত,পরিবহণ সেক্টর নিয়ন্ত্রনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে মানিকগঞ্জে মালিক ও শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন জেলা শ্রমিকলীগ সভাপতি বাবুল সরকার। আপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply