টি-টোয়েন্টির চলতি বিশ্ব আসরে প্রত্যাশা অনুযায়ী পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। নিজেদের খেলা প্রথম চার ম্যাচের চারটিতেই হেরেছে টাইগাররা। কোনো খেলোয়াড়ই নেই ভাল ফর্মে। বাংলাদেশের জন্য আরো দুঃসংবাদ হয়ে এসেছিল তৃতীয় ম্যাচের পর দলের সেরা তারকা সাকিব আল হাসানের ইনজুরি।
এরইমধ্যে, আবার টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানে থাকা সাকিবের স্থানে ভাগ বসালেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। সাকিব ও নবী দু’জনের রেটিং পয়েন্টই ২৭১। এছাড়া নতুন প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে দেখা যায় ব্যাটার, বোলার, অলরাউন্ডার তিন ফরম্যাটেই দাপট দেখাচ্ছেন এশিয়ান ক্রিকেটাররা।
বিশ্বকাপে ৪ ম্যাচে ৬৬ গড় ও ১২৪.৫২ স্ট্রাইক রেটে ১৯৮ রান করে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটারদের তালিকায় দাভিদ মালানকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুইয়ে রয়েছেন দাভিদ মালান, তিনে অস্ট্রেলিয়ান অ্যারন ফিঞ্চ, আর চারে আছেন আরেক পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান।
অপরদিকে, ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার তাবরিজ শামসিকে সরিয়ে বোলারদের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন শ্রীলঙ্কান লেগস্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। পরের স্থানগুলোতেও দাপট লেগস্পিনারদের। দুইয়ে আছেন শামসি। এছাড়া তিনে আছেন ইংল্যান্ডের আদিল রশিদ, আর চারে রশীদ খান।
Leave a reply