কী নিয়ে আসে রোহিঙ্গারা?

|

Rohingya refugees walk on the muddy path after crossing the Bangladesh-Myanmar border in Teknaf, Bangladesh, September 3, 2017. REUTERS/Mohammad Ponir Hossain

অব্যাহত নির্যাতনের মুখে প্রাণ বাঁচাতে ভিটেমাটি ছেড়ে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। পথ কঠিন হলেও অনেকে নিয়ে এসেছেন পোষা প্রাণী কিংবা ক্ষেতের সবজি। অনেকের কাছেই আছে জরাজীর্ণ মোবাইল ফোন, এমনকি সেই ফোনে চার্জ দেয়ার জন্য সোলার প্যানেলও।

নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র বহন করে নিয়ে আসছেন এক রোহিঙ্গা শরণার্থী

কেউ কেউ সাথে নিয়ে আসছেন মোবাইল ফোন।

পাতিলে করে ক্ষেতের সবজি নিয়ে এসেছেন অনেকে। অনিশ্চিত জীবনে এই খেয়েই যদি বাঁচা যায়…

পোষা হাঁস-মুরগী নিয়ে আসছেন অনেকে

মেমোরি কার্ডে করে যেন স্মৃতি বহন করে আনছেন কেউ কেউ

ছোট আকৃতির সোলার প্যানেল, মোবাইল ফোন চার্জে কার্যকর

প্রচুর পরিমাণ শুকনো মরিচও আনতে দেখা যাচ্ছে রোহিঙ্গাদের

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply