রানের খাতা খুলেই বন্ধ মুশফিকের

|

ছবি: সংগৃহীত

দলের প্রাথমিক বিপর্যয়ে ক্রিজে এসেছিলেন মুশফিকুর রহিম, আর সাজঘরে ফিরেছেন তিনি বিপর্যয় বাড়িয়ে। পার্ট টাইম অফস্পিনার গ্লেন ম্যাক্সওয়েলের ছোট্ট টার্নের কাছেই পরাস্ত হলেন মিস্টার ডিপেন্ডেবল! নতুন বলে জশ হ্যাজলউডের অফ স্ট্যাম্প করিডোরের ডেলিভারি বা সাপের ফনা তোলার মতো মিচেল স্টার্কের ইনসুইং ইয়র্কার না, দলের সেরা ব্যাটারকে সাজঘরে ফেরাতে অজিদের লাগলো ম্যাক্সওয়েলের নিরীহ দর্শন এক অফস্পিন!

এর আগে, ব্যর্থতার দিক দিয়ে ধারাবাহিক হবার দিকে আরেকটি পদক্ষেপ নিয়ে গোল্ডেন ডাক হাঁকিয়েছেন লিটন দাস। মিচেল স্টার্কের বলে মুখোমুখি হওয়া প্রথম বলেই ইনসুইং ইয়র্কারে প্লেইড অন হয়ে ফিরে গেছেন তিনি। চলতি আসরে উদ্বোধনী জুটিতে ব্যর্থতার যে ধারাবাহিকতা, তা শেষ ম্যাচেও লিটনের ব্যাটে অব্যাহত রাখলো বাংলাদেশ।

তার পরের ওভারেই জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেন তিনে ব্যাট করতে নামা সৌম্য সরকার। তিনি করেছেন ৮ বলে ৫ রান। প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৫ ওভার শেষে ২৮ রান। ১৩ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ নাঈম। অধিনায়ক মাহমুদউল্লাহ এসেছেন ক্রিজে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply