‘জেলা পরিষদের কাঠামো বদলাতে আইন সংশোধনের কাজ চলছে’

|

সরাসরি নির্বাচনে জেলা পরিষদের নেতৃত্ব গঠনের দাবি নাকচ করে দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, জেলা পরিষদের কাঠামো পরিবর্তন করার জন্য আইন সংশোধনের কাজ চলছে। বর্তমান পরিস্থিতিতে সরাসরি নির্বাচনের প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা পরিষদকে শক্তিশালী করা নিয়ে ইউএনডিপি আয়োজিত কর্মশালায় এই মন্তব্য করেন মন্ত্রী। এতে যোগ দেন ৬২ জেলা পরিষদ চেয়ারম্যান এবং নীতিনির্ধারকেরা।

কর্মশালায় জেলা পরিষদ নেতারা সরাসরি নির্বাচনের দাবিসহ স্থানীয় সরকারের উন্নয়নকাজ তদারকির দায়িত্ব দিতে প্রধানমন্ত্রীর উদ্যোগের দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা। একইসাথে জেলা পরিষদে পরিকল্পনাবিদ এবং প্রশাসকদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দেয়ার আহ্বান করা হয়।

এসময় দেয়া প্রতিটি প্রস্তাবই নিয়ম অনুযায়ী বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply