উইন্ডিজের সামনে লঙ্কার রানের পাহাড়

|

নিশাঙ্কা ও আসালাঙ্কার মারকুটে ব্যাটিংয়ে উইন্ডিজের সামনে বড় টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ অংশকে রাঙিয়ে যাওয়ার দারুণ চেষ্টাই করলো শ্রীলঙ্কা। টস হেরে ব্যাট করতে নেমে টি-টোয়েন্টির আদর্শ ব্যাটিং করে ২০ ওভারে গড়েছে ১৮৯ রানের বিশাল পাহাড়।

চারিথ আসালাঙ্কার ৪১ বলে ৬৮ এবং ওপেনার পাথুম নিশাঙ্কার ৪১ বলে ৫১ রানের দুটি হাফ সেঞ্চুরির উপর ভর করেই ওয়েস্ট ইন্ডিজের সামনে এই বিশাল টার্গেট দিয়েছে শেষ ম্যাচ খেলতে নামা লঙ্কানরা। আসালাঙ্কা ও নিশাঙ্কার সাথে ছিল কুশল পেরেরার ২৯ এবং অধিনায়ক দাসুন শানাকার ১৪ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস।

ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজেদের শেষ ম্যাচটি তাদের জন্য তাই শুধুই নিয়মরক্ষার। তবে এই ম্যাচেই হোল্ডার-ব্রাভোদের পিটিয়ে লঙ্কানরা অব্যাহতভাবে মারকাটারি ক্রিকেটের পরিচয়ই রাখলো ধারাবাহিকভাবে। কেবল বাংলাদেশের বিরুদ্ধে একটা জয় পেলেও তরুণ ক্রিকেটারে গড়া শ্রীলঙ্কা প্রতিটি ম্যাচেই ব্যাটে বলে দারুণ প্রতিরোধ গড়েছে, যা অনুকরণীয় হতে পারে বাংলাদেশের জন্যও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply