বিশ্বকাপে সেরা বোলিং ফিগার জাম্পার, সেরা পাঁচে আছেন সাকিবও

|

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাথে ১৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে চলতি বিশ্বকাপে সেরা বোলিং ফিগারের রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। তিনি পেছনে ফেলেছেন আফগানিস্তানের মুজিব-উর-রহমানকে।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নেমে মাত্র ৭৩ রানে অলআউট হয় বাংলাদেশ। টাইগারদের এই রানে আটকাতে প্রধান ভূমিকা রাখেন জাম্পা। ৪ ওভার বল করে মাত্র ১৯ দিয়েই ৫টি উইকেট তুলে নেন তিনি। ম্যান অব দ্য ম্যাচও হয়েছেন এই লেগি।

জাম্পার আগে আসরের সেরা বোলিং ছিল আফগানিস্তানের বোলার মুজিব-উর-রহমানের। স্কটল্যান্ডের বিপক্ষে ২০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

ইনিংসে সেরা বোলিংয়ে এর পরের স্থানগুলোতে আছেন আদিল রশিদ, সাকিব আল হাসান ও রশিদ খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের আদিল রশিদ। আর বাছাইপর্বে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৯ রানে ৪ উইকেট শিকার করেছিলেন সাকিব। স্কটল্যান্ডের বিপক্ষে ৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খানও।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply