আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে লালমনিরহাটের আদিমারী উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। সবকটি ইউনিয়নেই দলের বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিপাকে আছে আওয়ামী লীগ। পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনী মাঠে ছড়াচ্ছে উত্তাপ। এমন অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় স্বতন্ত্র প্রার্থীরা।
দ্বিতীয় ধাপের নির্বাচনে বিএনপির প্রার্থী না থাকলেও স্বস্তিতে নেই আওয়ামী লীগ। প্রতিটি ইউনিয়নেই রয়েছে দলের একাধিক বিদ্রোহী প্রার্থী। সবখানেই নৌকার প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের ভয়ভীতি দেখানোর। তবে এসব অভিযোগ অস্বীকার করে ক্ষমতাসীন দলের প্রার্থীরা বলছেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ভোটাররা তাদেরকেই বেছে নেবেন।
আর ভোটাররা চান সুষ্ঠু নির্বাচন। জানালেন, সুশীল ও সবসময় জনগণের পাশে থাকবেন এমন প্রার্থীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান তারা।
যদিও আদিতমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন বলছেন, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও দাবি তার।
আদিতমারী উপজেলার ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৪৫ জন। আর সংরক্ষিত মহিলা ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন।
Leave a reply