ভারতে পূজা কমিটিকে প্রতিমা উপহার দিলেন এক মুসলিম, করলেন প্রণামও

|

ছবি: সংগৃহীত।

কালীপূজার আগে ঘনঘন স্বপ্নযোগ। অবশেষে স্থানীয় একটি পূজা কমিটিকে কালীমূর্তি কিনে দিলেন এক মুসলিম। শুধু তাই নয়, নিজে দাঁড়িয়ে থেকে পছন্দ করে আনেন প্রতিমা, সকলের সামনে মূর্তিকে প্রণামও করেন ইসলাম মিয়া নামের এই ব্যক্তি। শুক্রবার (৫ নভেম্বর) এমনই ঘটনার সাক্ষী হলো ত্রিপুরার সিপাহীজলা জেলা।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার তথ্য মতে, ওই ব্যক্তি সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলকার লেদ্রাবাড়ি গ্রামের স্থানীয় বাসিন্দা। শুক্রবার মূর্তি কেনার আগে প্রতিমার সামনে হাঁটুগেড়ে বসে প্রণাম করেন তিনি। এই ঘটনা দেখে আশেপাশে উৎসুক মানুষের ভিড় জমে যায়।

ইসলাম মিয়া বলেন, আমরা যদি মানুষ হই, তা হলে মাকে (প্রতিমা) ভালোবাসতে হবে। তিনি জানান, গত চার-পাঁচ দিন ধরে বারবার তিনি স্বপ্ন দেখেছেন, কালী প্রতিমার সাথে কথা বলছেন। কিন্তু এই কথা কাউকে বলতে পারছিলেন না। শেষে সিদ্ধান্ত নেন কালী পূজার প্রতিমা কিনে দেবেন।

ইসলাম মিয়া আরও বলেন, এই মাতৃভূমিতে থাকতে গেলে মাকে সন্মান এবং শ্রদ্ধা করতে হবে। মায়ের জন্যই এই সবুজ পৃথিবীকে দেখতে পেয়েছি। মাকে সবাই মিলে ভালবাসতে হবে।

তিনি আবেদন করেন, কেউ যাতে মাকে আঘাত না করেন। এখানে জাতি ভেদাভেদ নেই। তার আহ্বান সারা পৃথিবীর মানুষই যেন মাকে ভালবাসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply