সৌদির কাছে আবারও ক্ষেপণাস্ত্র বিক্রি করছে বাইডেন প্রশাসন

|

সৌদি আরবকে ৬৫০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে বাইডেন প্রশাসন। অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন ইতোমধ্যেই পেয়েছে যুক্তরাষ্ট্র। আর প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। খবর আল-জাজিরা’র।

গতকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) মার্কিন প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে জানায়, প্রতিপক্ষের ড্রোন হামলা ঠেকিয়ে সৌদিরা যাতে নিজেদেরকে নিরাপদ রাখতে পারে সেজন্য রিয়াদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এসব ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এদিকে পেন্টাগন জানিয়েছে, নিরাপত্তা বৃদ্ধি করতেই সৌদি আরব এসব অস্ত্র কিনছে। মিত্র রিয়াদকে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য নিরাপত্তা হুমকি মুকাবেলায় সহযোগিতার জন্যই এ পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

জানা গেছে, অন্তত ২৮০টি অত্যাধুনিক মাঝারি পাল্লার এআইএম-১২০সি ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি কিনছে সৌদি। এছাড়াও থাকবে মাঝারি পালার এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের এয়ার-টু-এয়ার ক্ষেপণাস্ত্রগুলো ৬৫ কোটি ডলারে বিক্রি করছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার ৫৭৬ কোটি ৪০ লাখের বেশি।

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সাথে ২০১৫ সাল থেকে লড়ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। আন্তর্জাতিক সমর্থনপুষ্ট সরকারকে হটিয়ে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নিলে এ সংঘাত শুরু হয়। সৌদি জোট ইয়েমেনে চালানো বিমান হামলায় মার্কিন অস্ত্র ব্যবহার করেছে বলে প্রমাণও রয়েছে। বেসামরিক মানুষের উপর বিমান হামলায় সৌদি জোট ও যুক্তরাষ্ট্রের ব্যাপক সমালোচনাও হয়েছে আন্তর্জাতিক মহলে। পরবর্তীতে জার্মানিসহ বেশ কিছু দেশ সৌদির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply