১৫ ওভার পর্যন্ত রান রেট ৬ রেখে শেষবেলার পাওয়ার হিটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে নিউজিল্যান্ড। নামিবিয়ার বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ১৬৩ রান। নামিবিয়ার সামনে ১৬৪ রানের বড় টার্গেটই বেঁধে দিলো কেন উইলিয়ামসনের দল।
শেষ ৫ ওভারে গ্লেন ফিলিপস ও জিমি নিশাম ঝড়ো গতিতে তুলেছেন ৭২ রান। এর আগে, ১৪ তম ওভারের শেষ বলে ডেভন কনওয়ে রান আউট হলে ৮৭ রানেই পতন ঘটেছিল নিউজিল্যান্ডের ৪র্থ উইকেটের। তারপর ফিলিপস ও নিশামের অবিচ্ছিন্ন জুটিতে আসে ৩৬ বলে ৭৬ রান!
এর আগ পর্যন্ত অবশ্য মার্টিন গাপটিল-কেন উইলিয়ামসনদেরকে নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের লাগাম নিতে দেয়নি নামিবিয়া । কিউই ব্যাটারদের মধ্যে শুরু করছেন সবাই-ই। তবে টপ অর্ডারের কেউই ইনিংসকে বড় করতে পারেননি। গাপটিল ১৮, ড্যারিল মিচেল ১৯, কেন উইলিয়ামসন ২৮ এবং ডেভন কনওয়ে আউট হয়েছেন ১৭ রান করে।
কিউইদের রানের গতি প্রথম ভাগে নিয়ন্ত্রণে রাখার কাজ কমবেশি নামিনিয়ার সবাই করেছেন। তবে এর মধ্যেই আসবে আজই একাদশে সুযোগ পাওয়া বার্নার্ড শোলজ। ৩ ওভারে ১৫ রান দিয়ে ড্যারিল মিচেলের উইকেট নেন তিনি। এছাড়া শেষদিকে খরুচে বল করলেও নামিবিয়ার তারকা খেলোয়াড় ডেভিড ভিসা আজও আছেন দলের পারফর্মারদের তালিকায়। মার্টিন গাপটিলের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নিয়ে নামিবিয়াকে অন্তত একটা ঝড় থেকে বাঁচিয়েছিলেন ভিসা। এছাড়া নামিবিয়া অধিনায়ক জেরার্ড ইরাসমাস ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে নিয়েছেন কেন উইলিয়ামসনের উইকেট।
Leave a reply