দেশে ফিরেছে টাইগাররা

|

বিমানবন্দরে টাইগাররা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার বিকেল ৫টা ২০ এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন কোচিং স্টাফসহ জাতীয় দলের ১২ সদস্য। দ্বিতীয় ধাপে আরও কয়েকজনের ফেরার কথা আজ রাতেই।

তবে দলের সাথে আসেননি মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। ছুটিতে পরিবারের সাথে দুবাইয়েই সময় কাটাবেন এই ক্রিকেটাররা।

তবে বিশ্বকাপ শেষ হলেও খুব বেশি দিন বিশ্রামে থাকার সুযোগ নেই ক্রিকেটারদের। কারণ, আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তারপর শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। টেস্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে চট্টগ্রাম ও ঢাকায়। এ উপলক্ষ্যে আগামী ১২ নভেম্বর থেকে অনুশীলনে যোগ দেয়ার কথা বাংলাদেশ দলের। তখন ছুটিতে থাকা বাকি চার ক্রিকেটারও যোগ দেবেন অনুশীলনে। 

 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply