অবশেষে টস জিতলেন কোহলি, ফিল্ডিংয়ে ভারত

|

ছবি: সংগৃহীত

অবশেষে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে টস জিতলেন কোহলি। স্কটল্যান্ডের বিরুদ্ধে সুপার টুয়েলভের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে প্রতিপক্ষকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে শেষ ৬টি ম্যাচে টস হেরে রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। সেদিক থেকে টস হারের ধারা কাটল বলা যায়।

টস জিতে ভারত অধিনায়ক জানান, ম্যাচে শিশিরের প্রভাব থাকবে, তাই আগে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে ব্যাট করলে নেট রান-রেট বাড়িয়ে নেয়ার বাড়তি সুযোগ থাকে। যদিও কোহলি সম্ভবত জয় নিশ্চিত করতেই রান তাড়া করার সিদ্ধান্ত নেন।

সেমিফাইনালের টিকিট হাতে পাওয়ার জন্য ভারতকে তাকিয়ে থাকতে হচ্ছে নিউজিল্যান্ডের দিকে। আফগানিস্তানের বিপক্ষে কিউইরা না হারলে ভারতের পক্ষে শেষ চারের টিকিট হাতে পাওয়া সম্ভব নয়। তবে শেষ দিন পর্যন্ত সম্ভাবনা ধরে রাখতে ভারতকে সুপার লিগের শেষ ২টি ম্যাচে জিততেই হবে। যদিও শুধু জিততে হবে বলা ভুল, বরং বড় ব্যবধানে জিতে নেট রানরেট বাড়িয়ে নিতে হবে।

এই ম্যাচে ভারত বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছে। শার্দুল ঠাকুরের পরিবর্তে দলে ফিরিয়েছে বরুণ চক্রবর্তীকে।

ভারতের একাদশ:
রোহিত শর্মা, লোকেশ রাহুল, ভিরাট কোহলি (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, বরুণ চক্রবর্তী, মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।

অন্যদিকে, গত ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড।

স্কটল্যান্ডের একাদশ:
কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), জর্জ মুনসি, ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), রিচি বেরিংটন, কালাম ম্যাকলেয়ড, মাইকেল লিস্ক, ক্রিস গ্রেভস, মার্ক ওয়াট, অ্যালাসডায়ার ইভান্স, সফিয়ান শরিফ ও ব্র্যাড হোয়েল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply