রাবিতে সান্ধ্য আইন বাতিলের দাবিতে ছাত্রীদের অবস্থান কর্মসূচি

|

ছবি: সংগৃহীত

রাজশাহী ব্যুরো:

হলে ডাইনিংয়ে বাধ্যতামূলক খাওয়া ও সান্ধ্য আইন বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের ছাত্রীরা।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হলের সামনে তারা অবস্থান ধর্মঘট শুরু করে। পরে রাতে সমস্যা সমাধানে কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করে।

শিক্ষার্থীরা জানান, সম্প্রতি হল প্রশাসন ঘোষণা দেয় সন্ধ্যা ৭টার মধ্যে সকলকে বাইরে থেকে হলে প্রবেশ করতে হবে এবং ডাইনিংয়ে খাবার না খেলে সিট বাতিল করা হবে। শুক্রবার বিকেলে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আলোচনায় বসেন হল কর্তৃপক্ষ। আলোচনায় দাবি না মানলে শিক্ষার্থীরা হলের সামনের রাস্তায় বিক্ষোভ শুরু করে। পরে প্রশাসন আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে আন্দোলনকারীরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply