পশ্চিমতীরে ১৩ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল সেনাবাহিনী।
অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে, শুক্রবার (৫ নভেম্বর) বিক্ষোভের সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এসময় আহত হন আরও ৬ জন।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, গুলিবিদ্ধদের হাসপাতালে নেয়ার সময় মোহাম্মাদ দাদাস নামের ওই কিশোরের মৃত্যু হয়। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিমতীরে নতুন করে আরও ১৩শ’ বসতি নির্মাণের উদ্যোগ নিয়েছে ইসরায়েল। সেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে ফিলিস্তিনিদের। তারই প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করছে ফিলিস্তিনিরা।
Leave a reply