তেলের দাম বৃদ্ধির কারণ পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের

|

দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ পর্যবেক্ষণ করছেন লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৬ নভেম্বর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে একথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকারের অনিচ্ছা সত্ত্বেও মূল্য পুননির্ধারণ করা হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল বিআরটিএর সাথে ভাড়া পুনঃনির্ধারণ কমিটির বৈঠক করা হবে। এই সময়ে অন্যায়ভাবে কেউ যেন দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান মন্ত্রী।

এছাড়া পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের কথা বিবেচনা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করতে পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply