ডিজেল ও কেরোসিনের বর্ধিত দাম প্রত্যাহার করা না হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব আব্দুল মোতালেব।
শনিবার (৬ নভেম্বর) সকালে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এক বৈঠক শেষে এ কথা জানান তিনি। জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে সিদ্ধান্ত নেয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাত থেকে ডিজেল-কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেয়া পর্যন্ত শুক্রবার থেকে পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
Leave a reply