মহামারি বিষয়ক আইন পাসের প্রস্তাবের প্রতিবাদে সরব হয়েছে অস্ট্রেলিয়াবাসী। শনিবার (৬ নভেম্বর) মেলবোর্নে বিক্ষোভ করে হাজারও বাসিন্দা।
পতাকা-প্ল্যাকার্ড হাতে বিল বাতিলের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, আইন পাসের মাধ্যমে জনগণের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য।
সম্প্রতি মহামারি সংক্রান্ত আইন পাসের প্রস্তাব উত্থাপন করেন ভিক্টোরিয়া প্রশাসন। এর আগেও কোভিড নীতিমালা ও লকডাউন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামেন সাধারণ মানুষ।
Leave a reply