টস জিতে ব্যাটিং নিলো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

স্কটল্যান্ডের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছে পাকিস্তান। বিশ্বকাপ থেকে স্কটিশদের বিদায় এবং পাকিস্তানের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে নিছক আনুষ্ঠানিকতায়।

টস জিতে পাক্সিতান অধিনায়ক বাবর আজম বলেন, আমরা প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে চাই। যে ছন্দে খেলে আসছি, সেই একই ছন্দ ধরে রাখতে চাই আজও। দলও একই থাকছে। আমাদের সমর্থকেরাও ভালো ক্রিকেট দেখতে চায়। আর আমরাও তাদের আনন্দ দিতে আগ্রহী।

স্কটিশ অধিনায়ক কাইল কোয়েটজার বলেন, এই ম্যাচে ভালো করার জন্য মুখিয়ে আছি আমরা। সেরা দলের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করতে চাই। এই আসরে আসার আগে ভেবেছি, আমরা সেরা দলের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে সক্ষম। এমনটা ভাবি এখনও। তবে পরীক্ষা দিতে হবে আমাদের। আশা করি, এই যাত্রায় স্কটল্যান্ড এবং বিশ্বের কিছু মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি আমরা।

পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামছে আজ। অন্যদিকে স্কটল্যান্ডের একাদশে এসেছে দুটি পরিবর্তন। ক্যালাম ম্যাকলয়েড এবং ইভান্স থাকছেন না একাদশে। তাদের পরিবর্তে এসেছেন ডাইলান বাজ এবং হামজা তাহির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply