২০১৪ সালে জঙ্গি সংগঠন আইএসের হাতে অপহৃত ৩৯ ভারতীয়র কেউই বেচে নেই। মঙ্গলবার রাজ্যসভায় এই খবর দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রতিমন্ত্রী ভি কে সিংহ ইরাকে গিয়ে ওই ভারতীয়দের দেহাবশেষ দেশে ফিরিয়ে আনবেন বলে তিনি জানিয়েছেন।
হরজিত মাসিহ নামে একজন পালিয়ে আসতে সক্ষম হন। তার দাবি সে বছরই ১৫ জুন বাদুসের কাছে মরুভূমিতে নিয়ে ৩৯ জনকে গুলি করে হত্যা করে আইএস। কিন্তু কেন্দ্রীয় সরকার জানায়, যতদিন না হত্যার সুস্পষ্ট প্রমাণ মিলছে, ততদিন তাঁদের সন্ধান চালানো হবে।
গত বছর জুলাইয়ে আইএসমুক্ত হয় মসুল। একের পর এক গণ কবরের খোঁজ মেলায় ইরাক সরকারের পরামর্শ মেনে নিখোঁজ ৩৯ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে কেন্দ্র।
সুষমা তাঁদের মৃত্যুর খবরের সত্যতা স্বীকার করে নেওয়ায় ৩৯টি পরিবারের শেষ আশাটুকুও মুছে গেছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মৃতদের মধ্যে ৩১ জন পঞ্জাবের, ৪ জন হিমাচলের ও ২ জন এ রাজ্যের বাসিন্দা। ৩৯ জনের মধ্যে ৩৮ জনের ডিএনএ নমুনা পুরোপুরি মিলে গেছে, অবশিষ্টজনের মিলেছে ৭০ শতাংশ। তাঁদের দেহাবশেষ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
Leave a reply