১৪ বছর পর বড় পর্দায় ফিরছেন আসাদুজ্জামান নূর

|

কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর।

দীর্ঘ ১৪ বছর পর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া ‘চাঁদের অমাবস্যা’ নামক চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় ফিরছেন ‘বাকের ভাই’। জানা গেছে, সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস ‘চাঁদের অমাবস্যা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাহিদুর রহিম অঞ্জন।

পরিচালক সূত্রে জানা গেছে, এ সিনেমায় অভিনয়ের জন্য বেশকজন গুণী অভিনেতা-অভিনেত্রীর সাথে কথা বলছেন তিনি। এদের মধ্যে এখন পর্যন্ত আসাদুজ্জামান নূর, ইরেশ যাকের ও দীপান্বিতা মার্টিনের এ সিনেমায় কাজ করার কথা চূড়ান্ত হয়েছে বলে জানান অঞ্জন। এছাড়াও, চরিত্র, স্ক্রিপ্ট ও শুটিং শিডিউল নিয়েও প্রাথমিক আলাপ হয়েছে বলে জানান তিনি। তবে ‘চাঁদের অমাবস্যা’ সিনেমায় নূর কোন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে এখনও বিস্তারিত কিছুই জানাননি পরিচালক।

‘মেঘমল্লার’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত পরিচালক জাহিদুর রহিম অঞ্জন বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে শুটিং শুরু হবে। নভেম্বরের মধ্যেই বাকি শিল্পীদের চূড়ান্ত তালিকা জানাতে পারবো বলে আশা রাখি।

উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে হুমায়ুন আহমেদ পরিচালিত ‘নয় নম্বর বিপদ সংকেত’ সিনেমায় সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিলো আসাদুজ্জামান নূরকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply