আয়নায় নিজেকে ফিট দেখতে পছন্দ করেন শোয়েব মালিক

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে গ্রুপপর্বের পাঁচটি ম্যাচই জিতেছে পাকিস্তান। ব্যাট-বলে পাক খেলোয়াড়দের কাছে পাত্তাই পায়নি প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। পাকিস্তানের এমন ফর্মে দারুণ অবদান ৩৯ বছর বয়সী শোয়েব মালিকের।

আসরটিতে নিজেদের শেষ ম্যাচে রোববার (৭ নভেম্বর) মুখোমুখি হয় পাকিস্তান ও স্কটল্যান্ড। শুরুতে ব্যাট করে বাবর আজম বাহিনী তোলে ১৮৯ রানের বিশাল সংগ্রহ। এই রান তুলতে শোয়েব মালিকের ১৮ বলে ৫৪ রানের ঝড়ো ফিফটি রেখেছে বিশাল ভূমিকা।

বিশাল এই রান তাড়া করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১১৭ রান তুলতে সমর্থ হয় স্কটল্যান্ড। দুর্দান্ত পারফরমেন্সের কারণে ম্যান অব দ্য ম্যাচ হন শোয়েব মালিক।

ম্যাচশেষে মালিক বলেন, আসলে যখন আমি আয়নার দিকে তাকাই তখন নিজেকে ফিট দেখতে পছন্দ করি। এসময় ফিট থাকতে প্রতিদিন তাকে অনুসরণ করার পরামর্শও দেন তিনি।

বিশ্বকাপের সপ্তম আসরের পাকিস্তান স্কোয়াডে প্রথমে জায়গা পাননি শোয়েব মালিক। পরে শোয়েব মাকসুদের ইনজুরিতে কপাল খোলে মালিকের। আর দলে জায়গা পেয়েই আবারও নিজের জাত চেনাচ্ছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply