আজ থেকে দুই ডোজ ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা বিধিমালার জন্য ২০ মাস ধরে প্রবেশ নিষেধাজ্ঞা ছিল দেশটিতে।
মহামারির বিস্তাররোধে বিদেশি পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের এমন সিদ্ধান্তে ব্রিটেন-ইইউভুক্তসহ অন্তত ৩০টি দেশ ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে ভারত-চীন-সাউথ আফ্রিকা-ইরান ও ব্রাজিলও।
দুবছরের মতো অনেকেই ছিলেন পরিবার থেকে বিচ্ছিন্ন। পর্যটন খাতও পড়েছে ধসের মুখে। বিধিমালা শিথিল করার কারণে জনস্রোতের মুখোমুখি হতে যাচ্ছে মার্কিন এয়ারপোর্টগুলো।
Leave a reply