নিজ প্রধানমন্ত্রীকে হত্যাচেষ্টা কাপুরুষের মতো আচরণ! রোববার (৭ নভেম্বর) এ মন্তব্য করলেন অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া ইরাকি প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাদিমি।
তিনি প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর বসেন মন্ত্রিসভার জরুরি বৈঠকে। সেখানে জানান, দেশকে ধ্বংসের দিকে যারা ঠেলে দিতে চায় এটা তাদেরই অপতৎপরতা। বলেন, খুব শিগগিরই দুর্বৃত্তদের বিচারের মুখোমুখি করা হবে। কেউ এখনো হামলার দায় স্বীকার না করলেও ইরানের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সংগঠনের দিকেই অভিযোগের তীর।
বাগদাদের সুরক্ষিত স্থান হিসেবে খ্যাত গ্রিনজোনে অবস্থিত প্রধানমন্ত্রীর বাসভবন। সেখানে, রোববার সকালে ড্রোন থেকে ছোঁড়া শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়। এসময়, প্রধানমন্ত্রী কাদিমি বাসভবনেই ছিলেন। দ্রুত তাকে অক্ষত অবস্থায় সরানো হয় নিরাপদ স্থানে। রাজধানীর আকাশে টহল দিচ্ছে হেলিকপ্টার, বিভিন্ন চেকপয়েন্টে বাড়ানো হয়েছে সুরক্ষা বলয়।
Leave a reply