বিশ্বকাপ শেষ রয়ের, দলে আসলেন ভিন্স

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সপ্তম আসরে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে হারলেও সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে এই ম্যাচে ইনজুরিতে পড়ে দলের বাইরে চলে যান জেসন রয়।

জেসন রয়ের বদলে দলে জায়গা পেয়েছেন জেমস ভিন্স। ইংল্যান্ডের বিশ্বকাপ দলের রিজার্ভ খেলোয়াড় হিসেবে ছিলেন ভিন্স। আইসিসির টেকনিক্যাল কমিটি বিষয়টির অনুমোদন দিয়েছে।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ভিন্সের। জাতীয় দলের হয়ে মোট ১২টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যাতে ২৮’র বেশি এভারেজ নিয়ে তার রান ৩৪০।

তবে আরব আমিরাতে খেলার ভাল অভিজ্ঞতা আছে ভিন্সের। খেলেছেন দেশটিতে হওয়া পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএলে। মুলতান সুলতানস ও করাচি কিংসের হয়ে মাঠে নেমেছেন তিনি।

গত ৬ নভেম্বর নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা এনে দেন দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও জেসন রয়। তবে দলীয় ৩৮ রানের মাথায় সিঙ্গেল নেয়ার জন্য উইকেটে দৌঁড়ানোর সময় পায়ে চোট পান রয়। এতে ১৫ বলে ২০ রান নিয়েই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠের বাইরে যেতে হয় রয়কে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply