এস কে সিনহার বিরুদ্ধে মামলার রায় আজ

|

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা দুদকের করা অর্থ আত্মসাতের মামলার রায় হবে আজ।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করবেন। এর আগে ২১ অক্টোবর মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক সেদিন রায় ঘোষণা না করে ৯ নভেম্বর পরবর্তী রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। এ নিয়ে দুই দফা মামলাটির রায় ঘোষণার তারিখ পেছায়।

ফারমার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকার ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে এস কে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে ২০১৯ সালে মামলা করে দুদক। একই বছরের ১০ ডিসেম্বর আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্রও জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

২০২০ সালের ১৩ই আগস্ট সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। ২০ জন সাক্ষীর যুক্তিতর্কের শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন বিচারক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply