সিয়েরা লিওনে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১১৫

|

ছবি: সংগৃহীত

সিয়েরা লিওনে ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ জনে। সোমবার (৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়।

একইদিন, ফ্রিটাউন শহরে হয় গণ-অন্ত্যেষ্টিক্রিয়া। আনুষ্ঠানিকতা শেষে প্রায় ১০০ মরদেহ কবর দেয়া হয়। এসময় সেখানে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন; এছাড়াও নিহতদের পরিবার ও হাসপাতালকর্মীরাও উপস্থিত ছিলেন।

গেলো শুক্রবার (৫ নভেম্বর) এ অঞ্চলেই তেলবাহী ট্যাংকারের বিস্ফোরণ ঘটে। এসময় জ্বালানি সংগ্রহের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়লে; ঘটে কয়েকদফা বিস্ফোরণ। তাতেই, বিপুল সংখ্যক মানুষ অগ্নিদগ্ধ হন। হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চলছে অনেকের চিকিৎসা। আশঙ্কা- বাড়তে পারে প্রাণহানি। ২০১৭ সালে,ভয়াবহ ভূমিধসে নিহত এক হাজার মানুষকেও একই কবরস্থানে সমাহিত করে প্রশাসন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply