বাড়তি ভাড়া কার্যকরের দ্বিতীয় দিনেও বিশৃঙ্খলা

|

বাড়তি ভাড়া কার্যকরের দ্বিতীয় দিনেও বিশৃঙ্খলা দেখা গেছে বাস টার্মিনালগুলোতে। নানা উপায়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।

নতুন ঘোষিত নিয়ম অনুযায়ী আগের ভাড়ার চেয়ে ২৭ শতাংশ বেশি নেওয়ার কথা থাকলেও প্রায় সব কাউন্টারে ৫০ শতাংশ বেশি ভাড়া আদায় করা হচ্ছে।

যদিও এ ব্যপারে উল্টো যুক্তি দিচ্ছে বাস সংশ্লিষ্টরা। তারা বলছেন, আগে থেকেই দূরপাল্লার বাসগুলোতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে কম নেওয়া হতো। এখন নির্ধারিত ভাড়া আদায় করায় টাকার পরিমাণ বেড়ে গেছে। তবে কিছু কিছু কাউন্টারে আজ ভাড়ার চার্ট টাঙানো হয়েছে।

প্রসঙ্গত, সোমবার সকাল থেকেই নতুন নির্ধারিত ভাড়া আদায় করছে পরিবহনগুলো। যাত্রীরা বলছেন, সাধারণ মানুষের ওপর ভয়াবহ চাপ তৈরি হয়েছে। অন্যদিকে, লঞ্চের ভাড়া পুনর্নির্ধারণের পর রাত থেকে শুরু হয়েছে লঞ্চ চলাচলও। রাজধানী সদরঘাটসহ বিভিন্ন ঘাট থেকে রাতেই বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চগুলো। সকালে এসব লঞ্চ নির্দিষ্ট গন্তর্ব্যে পৌঁছায়। লঞ্চের নতুন ভাড়াকেও অস্বাভাবিক বলে উল্লেখ করেছেন যাত্রী ও যাত্রী কল্যাণ সমিতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply