অর্থ প্রতারণা ও হুমকি’র অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ গ্রামীণ টেলিকম ট্রাস্টের ৪ কর্মকর্তার বিরুদ্ধে সিএমএম কোর্টে মামলা হয়েছে। এ বিষয়ে পল্লবী থানাকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে তাজ এন্টারপ্রাইজের কর্ণধার মোহাম্মদ ইমতিয়াজ সিএমএম এর ৩৪ নং আদালতে মামলাটি করেন। এতে ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল, ব্যবস্থাপনা পরিচালক জহিরউদ্দিনসহ তিনজনকে আসামি করা হয়।
ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। মামলার বিবরণে জানা যায়, সাভার জিরাবোতে গ্রামীণ টেলিকম ট্রাস্টের ঘোষবাগ আবাসন প্রকল্পের বালু ভরাটের কাজ পায় তাজ এন্টারপ্রাইজ। পরে কাজ শেষে ৬ কোটি ৮৫ লাখ টাকা পাওনা থাকলেও তা দেয়নি গ্রামীণ টেলিকম।
যমুনা অনলাইন: টিএফ
Leave a reply