গাইবান্ধায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

|

ছবি: সংগৃহীত

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুলকে গুরুতর আহত করেছে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে গাইবান্ধা শহরের বাসা থেকে নির্বাচনী এলাকায় জাওয়ার পথে আরিফ খা পোশাগির মোড় সেলিমের বেকারির সামনে ঘোড়া মার্কার সমর্থকরা পথ রোধ করে ফরহাদ কামাল বিপুলকে এলোপাথাড়ি মারধর শুরু করে।

স্থানীয়রা জানায়, নির্বাচনী এলাকায় যাওয়ার সময় রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামালের পথ আটকায় দুর্বৃত্তরা। হঠাৎ তাকে মারধর শুরু করে। একপর্যায়ে তার কাছে থাকা নির্বাচনী প্রচারণার টাকা ছিনিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। পরে স্থানীয় লোকজন এসে চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ফরহাদ কামাল বিপুল বাদী হয়ে রাতেই সদর থানায় ১৯ জন নামীয় আসামি ও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সদর থানার ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি তদন্ত করাসহ অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply