পর্যাপ্ত পাইলটের অভাবে সিডিউল বিপর্যয় বাংলাদেশ বিমানের

|

ছবি: সংগৃহীত।

বেতন কাটা বন্ধসহ বিভিন্ন দাবিতে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বাংলাদেশ বিমানের পাইলটরা অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন করছেন না। এনিয়ে পাইলটরা আছেন কঠোর অবস্থানে। এতে ককপিট ক্রুর অভাবে অনেক রুটেই সময় মতো ছাড়তে পারছে না বিমান। ফলে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে যাত্রীদের। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ অন্যান্য রুটের যাত্রীদের ভোগান্তি বাড়ছে।

এ নিয়ে সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারির কারণে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে বাংলাদেশ বিমান। কাঁটছাট করা হয় বেতন কাঠামোতে। তবে ৬ মাস আগে সিদ্ধান্তে পরিবর্তন এলেও, অব্যাহত থাকে পাইলট সেকশনের বেতন কাটা। ক্ষুদ্ধ হয়ে মাসে ৭৫ ঘণ্টার বেশি দায়িত্ব পালনে অপারগতা জানান ককপিট ক্রু বা পাইলটরা।

বিমান কর্তৃপক্ষ বলছে, অলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে কবে নাগাদ একটি টেকসই সমাধানে আসা যাবে তা নিশ্চিত নয় কর্তৃপক্ষ। তবে বেতন সমন্বয়, ওভারটাইমসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি পাইলটদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply