ইথিওপিয়ায় জাতিসংঘের ১৬ জন কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ।
তিনি বলেন, দেশটির রাজধানী আদ্দিস আবাবায় আটক করা হয়েছে তাদের। এদের মধ্যে ছেড়ে দেয়া হয়েছে ছয় জনকে। এরা সবাই ইথিওপিয়ার নাগরিক। দেশটিতে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করেন তারা।
দুজারিচ বলেন, আটকদের মুক্তির বিষয়ে দেশটির সরকারের সাথে সক্রিয়ভাবে কাজ করছে জাতিসংঘ। হাজতে তাদের সাথে দেখাও করেছেন জাতিসংঘের নিরাপত্তা কর্মকর্তারা। তবে কেনো তাদের আটক করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এ বিষয়ে ইথিওপিয়ার সরকারের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
গত মঙ্গলবার জরুরি অবস্থা জারি হয় ইথিওপিয়ায়। এদিকে তাইগ্রের বিদ্রোহীরা রাজধানীর আরও কাছাকাছি চলে এসেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ইউএইচ/
Leave a reply