রাজধানীর বিভিন্ন রাস্তায় চলা ৬ হাজার বাসের মধ্যে ১৯৬টি মাত্র সিএনজিতে চলে বলে দাবি করলেন সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।
বুধবার (১০ নভেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, সিএনজিতে চলা গণপরিবহন শতকরা ৩ ভাগের একটু বেশি । তাই তেলের দামের সাথে গ্যাসের গাড়িও ভাড়া বাড়িয়ে দিয়েছে এ অভিযোগ অস্বীকার করেন বাস মালিকরা। কোন পরিবহন এমন করলে বাস কোম্পানির এমডি, চেয়ারম্যান ও কর্মচারীদের সাথে মিটিং এর মাধ্যমে এদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, বাসে স্টিকার দিয়ে গ্যাস ও তেলের গাড়ি আলাদা করে চেনানোর ব্যবস্থা করা হবে।
এদিকে গণপরিবহনের বাড়তি ভাড়া নেয়া ও হয়রানির নজরদারিতে নেমেছে পুলিশ। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন মোড়ে দেখা গেছে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালতের অভিযান। বিভিন্ন সড়কের এসব অভিযান তদারক করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এসময় বাড়তি ভাড়ার কারণে কয়েকটি পরিবহনকে দুই থেকে পাঁচ হাজার পর্যন্ত টাকা জরিমানা করা হয়েছে।
Leave a reply