অধিনায়ক কোহলি ও কোচ রবি শাস্ত্রীর শেষ টি-টোয়েন্টি, টুইটে যা লিখলেন বিরাট

|

ছবি: সংগৃহীত।

নামিবিয়া ম্যাচেই শেষ বারের মতো ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে দায়িত্ব সামলালেন রবি শাস্ত্রী। এই ম্যাচের পর টি-টোয়েন্টির মাঠে আর অধিনায়কত্ব করবে না বিরাট কোহলিও। তাই ম্যাচ শেষে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুম ছিল বেশ বিষাদগ্রস্ত। খবর হিন্দুস্তান টাইমসের।

বুধবার (১০ নভেম্বর) এ নিয়ে এটি টুইট করেছেন বিরাট। সেখানে রবি শাস্ত্রীর সাথে নিজের কয়েকটি ছবি শেয়ার দিয়েছেন তিনি। সাথে লিখেছেন, ‘সমস্ত সুন্দর স্মৃতির জন্য ধন্যবাদ। আপনাদের সকলের সঙ্গে টিম হিসেবে একটি অসাধারণ জার্নি করেছি। ভারতের ক্রিকেট ইতিহাসে আপনাদের অবদান লেখা থাকবে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা। আবার যতক্ষণ না একসঙ্গে পথ চলছি।

উল্লেখ্য, শাস্ত্রীর বদলে ভারতীয় দলের প্রধান কোচ হচ্ছেন প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। দ্রাবিড় নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ থেকে ভারতের ক্রিকেট দলের দায়িত্ব নেবেন। যদিও বিসিসিআই এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি।

এ দিকে, রোহিত শর্মাও কোহলির পরিবর্তে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হতে চলেছেন। ভরত অরুণ এবং ফিল্ডিং কোচ আর শ্রীধর এই দলের সাথে না থাকলেও, ব্যাটিং কোচ বিক্রম রাঠো তার পুরনো দায়িত্বেই থাকবেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply