কোচের দায়িত্ব শেষ, এরপর কী করবেন রবি শাস্ত্রী?

|

ছবি: সংগৃহীত।

ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রবি শাস্ত্রী, নিজেই ছেড়েছেন চাকরি। তবে এরপর কোন দিকে ঝুঁকবেন তিনি, এ নিয়ে স্বাভাবিকভাবেই জনমনে কৌতুলের শেষ নেই। যদিও এর ইঙ্গিত আগেই দিয়েছেন শাস্ত্রী। জানিয়েছিলেন, ফের ধারাভাষ্যে ফিরতে পারেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রীকে জিজ্ঞেস করা হয়, তার প্রশিক্ষণে ভারতের সেরা সাফল্য কী? এর জবাবে শাস্ত্রী বলেন, অস্ট্রেলিয়াকে ওদের দেশে গিয়ে হারানোর থেকে বড় সাফল্য আর কিছু হয় না। ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা সিরিজে এগিয়ে রয়েছি। পরের বছর পর্যন্ত আমরা এগিয়েই থাকব। সম্ভবত এটাই দীর্ঘতম সিরিজ। আর সেই ম্যাচেই আমি ধারাভাষ্য দিতে পারি।

উল্লেখ্য, আগামী বছর ১ থেকে ৫ জুলাই এজবাস্টনে এই টেস্ট ম্যাচ হবে। এই বছর ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের শেষ টেস্টটি হয়নি। ভারতীয় শিবিরে কোভিডের সংক্রমণ ছড়ায়। বিরাট কোহলীরা শেষ টেস্ট খেলতে চাননি। ভারত ২-১ ফলে সিরিজে এগিয়ে রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply