ব্রাহ্মণবাড়িয়ায় ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ায় যুবক গ্রেফতার

|

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় আবুল কাশেম (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে। তিনি উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের বাবুল মিয়ার ছেলে। এর আগে মঙ্গলবার কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ অক্টোবর বিকেলে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর সৈয়দ আকতার নগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে স্থানীয় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সভার আয়োজন করা হয়। সভায় নাসিরনগরের স্থানীয় সাংসদ বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর গীতাপাঠ করা হয়। ঈদগাহ মাঠে কেন গীতাপাঠ করা হলো এই নিয়ে উস্কানিমূলক একটি পোস্ট করেন আবুল কাশেম।

এই ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আলমগীর শাহ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর আবুল কাশেমকে আদালতে প্রেরণ করা হয়। মামলার বাদী হয়েছেন জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক জিহাদ দেওয়ান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply