দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২ জন। গত দিনের তুলনায় আজ মৃত্যু কমেছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৯০৬ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ০২৩টি।
বুধবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সমগ্র দেশে করোনা শনাক্তের সংখ্যা ২৩৫ জন, যার ৭৭ শতাংশই ঢাকায়। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১৫ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৭১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৫ লাখ ৩৫ হাজার ৬৬১ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকায় মারা গেছেন ১ জন এবং চট্টগ্রামে ১ জন। মৃত্যুহীন ছিল বাকি বিভাগগুলো। করোনায় মৃতদের মধ্যে পুরুষ ছিলেন একজন এবং নারী একজন। এখন পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২৭ হাজার ৯০৬ জন পুরুষ। অন্যদিকে, নারী মারা গেছেন মোট ১০ হাজার ৪৪ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
Leave a reply