কিউই ক্যাপ্টেনের দুর্দান্ত ক্যাচে সাজঘরে বেয়ারস্টো

|

প্রথম বলেই দলকে উইকেট এনে দিয়েছেন মিলনে। ছবি: সংগৃহীত

টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের পর প্রথম পরিবর্তিত বোলার হিসেবে আক্রমণে এসেই অধিনায়ককে ব্রেক থ্রু এনে দিয়েছেন অ্যাডাম মিলনে। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনই দুর্দান্ত ক্যাচে মিলনেকে উইকেট এনে দিয়েছেন বলাটাও অত্যুক্তি হবে না। সাজঘরে ফিরে গেছেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে টস হেরে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। সাউদি-বোল্টকে মোকাবিলা করে ৫ ওভারেই দুই ওপেনার তুলে ফেলে ৩৭ রান। জস বাটলার এই আসরে তার অসাধারণ ফর্মকে টেনে এনেছেন রি ম্যাচেও, অন্তত সূচনাপর্ব সেরকমই ইঙ্গিত দিচ্ছে। তবে খুব একটা সুবিধা করতে পারেননি জেসন রয়ের স্থলে ওপেন করতে নামা বেয়ারস্টো। মিলনের ওয়াইড আউট সাইড অফ স্ট্যাম্প লাইনের হাফ ভলিকে সজোরে মারেন মিড অফে। সেখানে বাঁ দিকে ঝাপিয়ে পড়ে ক্যাপ্টেন কেন উইলিয়ামসন দৃষ্টান্ত স্থাপন করলেন দলের জন্য।

অবশ্য পুরো টুর্নামেন্টেই ফিল্ডিং সাইড হিসেবে এখনও পর্যন্ত সেরা নিউজিল্যান্ড। গাপটিল, কনওয়ে, উইলিয়ামসন, নিশাম বা দলের যে কেউই সার্কেলের ভেতর বাঁ বাউন্ডারি লাইনের ফিল্ডিংয়ে দুর্দান্ত।

শেষ খবর পাওয়া পর্যন্ত ইংলিশদের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান। বাটলার ব্যাট করছেন ২২ রান নিয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply