সৌদি যুবরাজকে অস্ত্র কিনতে ট্রাম্পের আহ্বান

|

যুক্তরাষ্ট্রের অস্ত্র খাতে বিনিয়োগ ও আরও অস্ত্র কেনার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি আহ্বান জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম।

মঙ্গলবার হোয়াইট হাউজে যুবরাজের সাথে সাক্ষাতে এ আহ্বান জানান প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র সফররত মোহাম্মদ বিন সালমানকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি।

তিনি বলেন, অস্ত্র কেনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে নতুন কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখছে সৌদি আরব। গেল বছর ওয়াশিংটনের কাছ থেকে বিপুলসংখ্যক সামরিক অস্ত্র ও যন্ত্রাংশসহ কেনাসহ বিভিন্ন খাতে ২০ হাজার কোটি ডলার বিনিয়োগ করে রিয়াদ।

ট্রাম্প জানান, এই বিনিয়োগের ফলে ৪০ হাজার মার্কিনি কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ওভাল অফিসে এক বৈঠকে যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্কোন্নয়ন নিয়েও কথা বলেন দুই নেতা। যুবরাজ হিসেবে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফর করছেন মোহাম্মদ বিন সালমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply