সেমিফাইনালের আগে আইসিইউতে ছিলেন রিজওয়ান

|

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে ৬৭ রান করেছেন রিজওয়ান। অথচ এই ম্যাচের আগে তিনি দুদিন ছিলেন হাসপাতালে। এমনকি তাকে আইসিইউতেও নিতে হয়েছিল!

জানা যায়, ম্যাচের আগের দিন জ্বর হয়েছিল মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের। অবশ্য কোভিড পরীক্ষায় নেগেটিভ ফল আসে তাদের। তবে খেলার জন্য তাদের ফিট ঘোষণা করা হয়। ম্যাচের পর এক সংবাদ সম্মেলনে পাকিস্তান দলের চিকিৎসক ডা. নজিব এ খবর জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পাকিস্তানের মিডিয়া ম্যানেজার জানান, রিজওয়ানের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতেই সংবাদ সম্মেলনে এসেছেন নজিব। আর ডা. নজিব বলেন, এই ম্যাচের আগে আইসিইউতে থাকতে হয়েছিল রিজওয়ানকে, দুই রাত তিনি আইসিইউতে ছিলেন। তবে ম্যাচের আগেই সে অবিশ্বাস্যভাবে সেরে উঠেছে।

পাকিস্তান দলের চিকিৎসক বলছেন, রিজওয়ান তার জেদ দিয়েই এই অসাধ্য সাধন করেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল যেন জমিয়ে রেখেছিল সকল অবিশ্বাস্য নাটকের মঞ্চায়ন। রান তাড়ায় দুর্দান্ত দক্ষতার পরিচয় রেখে প্রথম সেমিফাইনালের মতো অনেক দূর থেকে এগিয়ে এসে ১ ওভার হাতে রেখেই পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ৫ উইকেটের জয় যেন দিয়ে গেল বার্তা, শেষের আগে অনিশ্চয়তায় ভরা এই খেলা নিয়ে বলা যাবে না কিছুই। ম্যাথু ওয়েডের শেষ বেলার ঝড়ে মরুতে হারিয়ে গেল পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন। আর অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতে ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply