সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:
নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় সমরেন্দ্রনাথ দেব নামে (৫৫) এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ঘর ব্রীজের উপর এই দুর্ঘটনা ঘটে।
নিহত সমরেন্দ্রনাথ দেব একই উপজেলার বনকুড়ি গ্রামের নারায়নচন্দ্র দেবের ছেলে। তিনি বিয়াশ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর এ আলম সিদ্দিকী জানান, সমরেন্দ্রনাথ দেব সকালে বাড়ি থেকে মোটর সাইকেলযোগে সিংড়া উপজেলা সদরে আসছিলেন। পথে চৌগ্রাম ব্রীজের একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি থানায় রাখা হয়েছে। পরিবারের লোকজনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
Leave a reply