কলম্বিয়াকে হারিয়ে ল্যাটিন অঞ্চলে প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করলো ব্রাজিল। এদিন লুকা পাকেতার একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। এদিকে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে চিলি। আরেক ম্যাচে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে পেরু।
সাও পাওলোর নিও কিমিকা অ্যারেনা প্রতিশোধের মঞ্চ ছিল নেইমার-রিশার্লিসনদের জন্য। কলম্বিয়ার মাঠে পয়েন্ট হারাবার ক্ষতে প্রলেপ দিতে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ চালায় স্বাগতিক ব্রাজিল। তবে ৭ মিনিটে প্রথম সুযোগ তৈরি করে কলম্বিয়া। ব্রাজিলের তৈরি হওয়া সুযোগের সদ্ব্যবহার হয়নি ফিনিশিং দুর্বলতায়।
চাপ ধরে রেখে ব্রাজিলের আক্রমণের পরও ভীতি ছড়িয়েছে কলম্বিয়া। ২৭তম মিনিটে দূর থেকে পাকেতার নিচু শট লক্ষ্যেই ছিল, ঝাঁপিয়ে ঠেকান সফরকারী গোলরক্ষক। বিরতির আগে তিন মিনিটে দুটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ব্রাজিল।
দ্বিতীয়ার্ধে ফ্রেডকে বসিয়ে ভিনিসিউস জুনিয়রকে নামা ব্রাজিল। ততে খুব একটা লাভ হয়নি। তবে ৭২ মিনিটে ডেড লক ভাঙে ব্রাজিল। নেইমারের অ্যাসিস্ট থেকে গোল করেন পাকেতা।
১২ ম্যাচে ১১ জয় আর ১ ড্র’য় ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল। ল্যাটিন অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পাবে ৫ টি দল। ৬ষ্ঠ স্থানে থাকা উরুগুয়ের চেয়ে ১৯ পয়েন্টে এগিয়ে তিতের শিষ্যরা। তাই প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করলো পেলের উত্তরসুরিরা।
Leave a reply