তেলগ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজপথে নাটোর বিএনপি

|

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। শুক্রবার সকাল নয়টার দিকে শহরের আলাইপুর এলাকায় জেলা বিএনপির কার্যালরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে ফিরে আসে। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে জনগণের জীবনযাপনে নাভিশ্বাস উঠে গেছে। এই সরকার দেশ চালাতে ব্যর্থ। দ্রুত এই সরকারের পতন ঘটিয়ে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলনের জন্য প্রস্তুত হবার আহ্বান জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, যুবদলের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগসহ অন্যান্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply