সাদামাটা জীবনযাপনের জন্য পরিচিত পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত বিধানসভা সদস্য মনোরঞ্জন ব্যাপারি। তবে সবশেষ আলোচনায় তিনি এলেন অন্য কারণে। তার দাবি, দলবদল করে বিজেপিতে গেলে পদ্মশ্রী পুরস্কার দেয়া হবে- এমন একটি প্রস্তাব পেয়েছিলেন তিনি। শুক্রবার (১২ নভেম্বর) ফেসবুকের এক পোস্টে উল্লেখ করেন সেইসব কথা।
মনোরঞ্জন ব্যাপারি লেখেন, গত বছর তখনো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঘোষণা হয়নি। আমাকে নাগপুরের বিশ্বাস বাবু ফোন করে বললেন, অনেক দিন ধরে লিখছেন, অনেক পুরস্কারও পেয়েছেন। এবার আপনার একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পাওয়া দরকার। যদি বিজেপিতে যোগ দেন, তাহলে আপনাকে পদ্মশ্রী পাইয়ে দিতে পারি।
নীতিগত কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, নীতিগত কারণে তার কথায় সেদিন কর্ণপাত করিনি। যে পুরস্কার কঙ্গনা রানাউতের মতো লোক পায়, আর যাইহোক সে পুরস্কার আমার সম্মান বৃদ্ধি করতো না।
Leave a reply