কেবল সেমিফাইনাল জেতার জন্য কেউ এ পর্যন্ত আসে না। বাকি ম্যাচ জিতেই তাই উদযাপন করবেন। এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের কিউইদের জয়ের নায়ক জিমি নিশাম। রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর যখন খেলোয়াড় থেকে শুরু করে কোচিং স্টাফ সবাই করছেন উল্লাস, তখনও অনেকটা অনুভূতিহীনের মতো বসে থাকা নিশামের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। কেন তিনি ভাবলেশহীনের মতো বসে ছিলেন, এর জবাবেই নিশাম বলেন, কাজ শেষ হয়নি। ফাইনাল জয়ের পরেই হবে উল্লাস।
নিশাম বলেন, সেমিফাইনাল জয় অবশ্যই উদযাপনের মতো ব্যাপার। কিন্তু কেউই কেবল সেমিফাইনাল জিততে এ পর্যন্ত আসে না। সামনের দিকেই তাই তাকিয়ে আছি আমরা। আর একটা ম্যাচই রয়েছে। সেই বাধাও অতিক্রম করতে পারলে নিশ্চয়ই সেটা হবে দারুণ। আবেগ এবং উদযাপনকে সে সময়ের জন্যই জমা রেখেছি।
সব বলেই ছয় মারার চেষ্টা করতে হবে, ম্যাচ জয়ের জন্য ২৯ বলে ৬০ রান যখন প্রয়োজন ছিল তখন ড্যারিল মিচেলের সাথে জুটি বাধেন জিমি নিশাম এবং এটাই ছিল তার পরিকল্পনা। ১১ বল মোকাবিলা করেছেন তিনি এবং মেরেছেন ৩টি ছয় ও ১টি চার। পরিকল্পনার প্রয়োগ যে ভালোভাবেই করেছেন নিশাম, তা দেখেছে ক্রিকেট বিশ্ব।
নিউজিল্যান্ড ক্রিকেট টিমের ইন হাউস মিডিয়াকে দেয়া সাক্ষাৎকারে জিমি নিশাম প্রকাশ করেন, সে সময় মাঠে কেমন পরিস্থিতিতে কী ভাবছিলেন তারা। তিনি বলেন, ক্রিস জর্ডানকে ছয় মারার পর ড্যারিল মিচেল জানতে চাইলো, কী ভাবছি আমি। বললাম, সব বলেই ছয় মারার চেষ্টা করবো। তারপর সেটাই করলাম। সব সময় ব্যাটের মাঝ ব্লেডে বলের সংযোগ ঘটানো যায় না। সেদিন হয়েছে। শেষ পর্যন্ত ভালোভাবেই ম্যাচ জিততে পেরেছি আমরা।
জিমি নিশামের এই মারকুটে ব্যাটিং ড্যারিল মিচেলকেও পরবর্তীতে হাত খুলে মারার আত্মবিশ্বাস জুগিয়েছিল। মিচেল প্রথম দিকে ওকস ও জর্ডানের বলে রান করতে ধুঁকছিলেন।
Leave a reply