ব্রাহ্মণবাড়িয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছেন ৮ প্রার্থী, হবে না ভোটগ্রহণও

|

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

তৃতীয় ধাপে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ৮টিতে চেয়ারম্যান পদে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এদের মধ্যে ৭ জন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ১ জন বিদ্রোহী প্রার্থী।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে এদিন কোনো চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সোনারামপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. শাহীন মিয়া, মানিকপুরে ফরিদ উদ্দিন আহম্মেদ, পাহাড়িয়াকান্দিতে গাজীউর রহমান, দড়িকান্দিতে মো. সফিকুল ইসলাম, উজানচরে কাজী জাদিদ-আল-রহমান, ছয়ফুল্লাকান্দিতে মোহাম্মদ আমিনুল ইসলাম তুষার, রূপসদীতে আব্দুল হাকিম এবং ছলিমাবাদ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. জালাল মিয়া একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

তবে ফরদাবাদ ইউনিয়ন, তেজখালী ইউনিয়ন এবং বাঞ্ছারামপুর উত্তর ইউনিয়নে একাধিক চেয়ারম্যান প্রার্থী থাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশরাফুল হোসেন জানান, ৮টি ইউনিয়নে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। তবে বাকি তিনটি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply