সাত ডাক্তারের ৩ ঘণ্টার চেষ্টাতেও বাঁচানো গেলোনা ‘লিনিস’কে

|

ক্যান্সার আক্রান্ত একটি পোষা প্রাণীকে বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক। ৩ ঘণ্টার অস্ত্রোপচার, বাইরে সবার আকুল প্রতীক্ষা, বুকফাটা আহাজারি, হৃদয় ছুঁয়ে গেছে সবার। যদিও বাঁচানো যায়নি ‘লিনিস’ নামের কুকুরটিকে।

অপারেশন সফল হয়নি, প্রিয় ‘লিনিস’ আর নেই, চিকিৎসকরা তা জানাতেই চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে পোষা প্রাণী গবেষণা কেন্দ্রের সামনে তৈরি হয় এক অন্যরকম পরিবেশ।

মৌসুমী ইসলামের অনেকগুলো পোষা কুকুরের একটি, এপসো প্রজাতির এই ‘লিনিস’। ৬ মাস বয়স থেকেই ভুগছিল ব্রেস্ট ক্যান্সারে। শুক্রবার (১২ নভেম্বর) সকাল থেকে ৭ চিকিৎসক প্রায় ৩ ঘণ্টা অপারেশন করলেও, বাঁচানো যায়নি লিনিসকে।

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের সাবেক প্রধান ডা. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, এর আগেও সার্জারি হয়েছিলো কুকুরটির। এবারের অপারেশন ছিলো বাঁচানোর শেষ চেষ্টা। তিনি আরও বলেন, দেশের বাইরে হরহামেশা হচ্ছে, কিন্তু বাংলাদেশে পশু চিকিৎসার ক্ষেত্রে এ ধরণের বড় অপারেশন এটিই প্রথম। অত্যাধুনিক সরঞ্জাম এবং আরও গবেষণা হলে ভবিষ্যতে সফল হওয়ার আশা চিকিৎসকদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply