বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুটি টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হওয়াটা দলের জন্য ভালো ফলই বয়ে এনেছে, এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার। শুধু তাই নয়, বাংলাদেশের বিরুদ্ধে ১-৪ ব্যবধানে হেরে যাওয়ায় প্রকট হয়েছিল অজি স্কোয়াডে গভীরতার অভাব। এরপর তা নিয়ে কাজ করা হয় এবং সেই কাজের ফল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া, এমন অভিমত প্রকাশ করেছেন ল্যাঙ্গার।
এর আগে, টানা পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে ছিল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে দুটি দ্বিপাক্ষিক সিরিজও। এই সিরিজগুলোয় দলের প্রধান কয়েকজন ক্রিকেটার ছাড়াই খেলেছে অস্ট্রেলিয়া। এমন অফফর্মের কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব কম সংখ্যক মানুষই হয়তো বাজি ধরতে পেরেছিলেন অজিদের পক্ষে। কিন্তু অ্যারন ফিঞ্চের দল দারুণ খেলেই শেষ চারে উঠে আসে এবং সেখানে নাটকীয় ম্যাচে হারায় টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল পাকিস্তানকে।
জাস্টিন ল্যাঙ্গার বলেন, এই স্কোয়াডের উপর আমার বিশ্বাস ছিল। যেমন প্রস্তুতি নিয়েছি আমরা তাতে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম আমরা। ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ সফর আমাদের অনেক কাজে লেগেছে। কারণ তখনই এটা পরিষ্কার হয়েছে যে, স্কোয়াডের গভীরতা বাড়াতে আরও কাজ করতে হবে।
ট্রান্স তাসমানিয়ান প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। রোববার (১৪ নভেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে ফ্লাডলাইটের আলোয় সুবিধা পেতে পারে রান তাড়া করা দল। সেমিফাইনাল দুটির রেকর্ড বলছে তেমনটাই।
Leave a reply