করোনা ভ্যাকসিন উৎপাদনে কারিগরি সহায়তা দেয়ার জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১২ নভেম্বর) প্যারিস পিস ফোরামে ‘সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কোঅপারেশন’ শীর্ষক উচ্চ পর্যায়ের একটি প্যানেল আলোচনায় এ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, কোভিড নাইনটিন মহামারির সময় আন্তর্জাতিক বিশ্ব গ্লোবাল সাউথের মানুষকে সেবা দিতে ব্যর্থ হয়েছে। স্পষ্ট হয়েছে ভ্যাকসিন ও চিকিৎসার সুযোগ লাভের বৈষম্য। তিনি আরও বলেন, বাংলাদেশের মতো কয়েকটি উন্নয়নশীল দেশের ভ্যাকসিনের সমতা ও গুণমান নিশ্চিত করার সক্ষমতা রয়েছে।
ভ্যাকসিন উৎপাদনে উন্নত দেশগুলোকে প্রযুক্তিগত জ্ঞান বিনিময় সহায়তা দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এতে বিশ্বব্যাপী টিকার সংকট অনেকটা কমবে বলেও মনে করেন তিনি। বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর কণ্ঠস্বর হিসেবে কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
Leave a reply